Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

ভবিষ্যৎ পরিকল্পনা

ক্রমিকনং

পরিকল্পনা

মেয়াদ

উদ্দেশ্য

১।

BRTA, RJSC, VAT, 
City Corporation,
T&T  GesPDB থেকে তথ্য সংগ্রহ।

স্বল্প মেয়াদী

১. নতুন নতুন করদাতা সনাক্ত করণের মাধ্যমে 
করনেট সম্প্রসারণ 
২. করফাঁকি উদ্‌ঘাটন এবং কর আদায়বৃদ্ধি 
করণ।

২।

তথ্য ভান্ডারপ্রতিষ্ঠা

দীর্ঘ মেয়াদী 
(জাতীয় পরিকল্পনার সঙ্গে সম্পর্ক যুক্ত)

১. আয়কর নথির তথ্য সংরক্ষণ 
২. বিভিন্ন প্রতিষ্ঠান হইতে সংগৃহীত তথ্যের সংরক্ষণ ও যাচাইবাছাই। 
৩. বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তথ্যের লেনদেনের  
মাধ্যমে দেশের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় 
সহায়তা।

৩।

যোগাযোগের জন্য সফটওয়্যার ব্যবহার

দীর্ঘ মেয়াদী 
(জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কযুক্ত)

১. করদাতাকে রিটার্ণ গ্রহণ, সনদ প্রদান, কর 
পরিশোধ, কর নির্ধারণ সংক্রান্ত তথ্য ও সেবা 
প্রদানকরা। 
২. স্বচ্ছতা প্রতিষ্ঠা করা |
৩. দূর্নীতি হ্রাস করা।

৪।

তথ্য প্রক্রিয়াকরণ ও রিপোর্ট তৈরিরজন্য সফটওয়্যারব্যবহার

দীর্ঘ মেয়াদী 
(জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কযুক্ত)

১. কাজ কে সহজ করা। 
২. দ্রুত কর্ম সম্পাদনকরা 
৩. কাজের সঠিকতা ও মানউন্নয়ন করা।

৫।

বরিশাল কর ভবন নির্মাণ

মধ্যমেয়াদী

১। বরিশালের অফিস ভাড়া খাতে ব্যয় হ্রাস করা। 
২। সকল সুবিধা সম্বলিত আধুনিক অফিস নিশ্চিত করা |
৩। উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা বৃদ্ধি করা।

৫।

সকল জেলায় নিজস্ব জায়গা নেয়া ও ভবন নির্মান

দীর্ঘমেয়াদী

১। সকল জেলায় অফিস ভাড়া খাতে ব্যয় হ্রাস 
করা। 
২। সকল সুবিধা সম্বলিত আধুনিক অফিস নিশ্চিত করা 
করা। 
৩। উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে 
কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনাবৃদ্ধি করা।